কেন টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে হঠাৎ গ্রেফতারি পরোয়ানা আদালতের

জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন এর বিরূদ্ধে গতকাল ৩ জুন, ২০২৪ তারিখে ফৌজদারি বিধি ৩০৭, ৩২৩ ও ৫০৬ ধারায় ০৫(১২)২০২৩ নং মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এমনকি আবদুল্লাহ আল-মামুন তথা প্রিন্স মামুন বিষয়টি নিজেও কলালাপে নিশ্চিত করে। কয়েক মাস আগে গত ডিসেম্বর মাসে রাতে স্ত্রী লায়লার সাথে হাতাহাতির বিষয়ে থানায় অভিযোগ করলে প্রিন্স মামুন মামলার হাজিরা দিয়ে না যাওয়ায় পরোয়ানাটি উঠেছে।

প্রিন্স মামুন গ্রেফতার, মামুন লায়লা, ব্লু ফেইরি লায়লা মামুন সম্পর্ক

প্রিন্স মামুন অনেক জনপ্রিয় এবং খুবই সমালোচিত একজন টিকটিকার। মূলত তার স্ত্রী লায়লা ও তার বয়সের ব্যাবধান নিয়ে কয়দিন পরপর ই নানা গুঞ্জন ও সমালোচনা ওঠে। কিন্তু গত ডিসেম্বর মাসে এক রাতে তার স্ত্রী ও তার মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে তস্র স্ত্রী থানায় অভিযোগ জানায়।

এমনকি প্রিন্স মামুন তথা আবদুল্লাহ আল-মামুন ও বিষয়টি স্বীকার করে। সে ভেবেছিলো তার বিরূদ্ধে করা অভিযোগটি তুলে নেয়া হয়েছে। তাই সে মামলার হাজিরা দিতে যায়নি। মামলার হাজিরা না দিতে যাওয়ার কারণেই তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী লায়লা বলে, তার সাথে আর মামুনের সম্পর্ক নেই। এ নিয়ে নানা সমালোচনা চললেও হঠাৎ কেন মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের? 

লায়লাকে সেদিন রাতে মারার বিষয়টি বেশ ভাইরাল হয়। তৎক্ষনাৎ লায়লা লাইভে এসে বিষয়টি বলে। মামুন বিষয়টি নিজেও স্বীকার করে। তবে সে মামলার হাজিরা না দেওয়ায় ফৌজদারি বিধি ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় তাকে গ্রেফতারের আদেশ দেয় আদালত।

প্রিন্স মামুন গ্রেফতার, মামুন লায়লা

চোখ রাখুন ট্রেন্ডিং নিউজে: নিউজ

প্রতিদিনের আপডেট পাবেন আমাদের সুন্দর বিডি ওয়েবসাইটে। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা যোগাযোগ করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সুন্দর বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url